জীবন মানে
জীবন মানে
————————-
জীবন মানে নিত্য করো কর্ম
অন্তরে রাখো ভালোবাসা শান্তির ধর্ম,
জীবন মানে নয়তো কান্নাকাটি
সর্বদা থাকো হাসিখুশি পরিপাটি,
স্বপ্ন দেখো তবে রেখোনা অতি উচ্চাশা
আছে যা তাতেই আনন্দ লও,ছাড়ো প্রত্যাশা,
জীবন মানে ব্যর্থ হয়ে আত্মহত্মা করা নয়
জীবনে আরো করো চেষ্টা,একদিন হবেই জয়,
আসুক বাধা তবু লক্ষে এগিয়ে যাওয়া
জীবন মানে শিয়াল নয় সিংহ হওয়া,
জীবন মানে ক্ষমা করা
নয়তো দুঃখে মন ভরা,
জীবন মানে নয় সিরিয়াল দেখে ঝগড়া শিখে মাথার সর্বনাশ
জীবন মানে জ্ঞ্যানী হও,করো বই পড়ার অভ্যাস,
জীবন মানে পরোপকার
জীবন মানে মহানন্দ পৃথিবীতে বাঁচবার।
-তুলোশী চক্রবর্তী
Subscribe
Login
0 Comments
Oldest