ধন্যবাদ জ্ঞাপন
প্রিয় কবি বন্ধু,
এই প্রকাশনীর সকল গুনি কবিবন্ধু, আবৃত্তিকার, পাঠক, প্রকাশক ও পরিচিত-অপরিচিত সকলকে আমার নমস্কার । তোমাদের সকলের ভালোবাসা ও অনুপ্রেরণায় কবিকল্পলতা একটা অন্য মাত্রায় পৌঁছাচ্ছে ও ভবিষ্যতে আরও গুনি জনের বিচরণ ক্ষেত্র হয়ে উঠবে, এই আশা রাখি।
সকল কবি বন্ধুদের কাছে আমার অনুরোধ সবাই সবার লেখায় মন্তব্য করতে থাকুন, তাতে লেখক বন্ধুরা আরও উৎসাহিত হবে । কবি বন্ধুরা নিজেদের মধ্যে কোন আলোচনাও এই প্লাটফর্মে করতে পারবে ।
সবশেষে বলি, আমার লেখা কবিতা- তুমি আসবে বলে (১ম পর্ব) সহস্রাধিক ভিউয়ারস পার হওয়ায় আমি সত্যিই খুবই আনন্দিত । আপনারা আমার কবিতা পড়তে থাকুন আর এইভাবেই উৎসাহ দিয়ে যান। ধন্যবাদ আপনাদের সকলকে । নমস্কার-সুজিত ।