নমষ্কার, আমি সেই পুরুষ!
পায়ে ছেঁড়া চটি , শুন্য হাতে
হন্নে হয়ে একটা চাকরি খুঁজি।
কারন , আমি যে বড়ো হয়েছি
চাকরি ছাড়া এই সমাজ
যাকে মুখের উপর বেকার বলে..!
নমষ্কার আমি সেই পুরুষ..!
মেয়ের স্কুল ফিস , ছেলের কলেজ ফিস
গিন্নির জন্য একটি ভালো শাড়ি,
ঘরে চাল তো নেই ..!
ইলেকট্রনিক বিল দেওয়া বাকি
পরিবারের চিন্তা সর্বদা যার
মাথায় ঘোরে সবসময়..
যার নিজের কোন ইচ্ছা থাকতে নেই!
এই সমাজে যাকে বাবা বলে
নমষ্কার আমি সেই পুরুষ..!
একটা বেকার ছেলে!
যার নিজের বলতে কিছুই নেই
শুধু একজন প্রিয় মানুষ ছাড়া,
বেকারত্বের জ্বালায় যখন ..
সেই প্রিয় মানুষটিকে ছেড়ে দিতে হয়
ঘাড়ে নিতে হয় একগুচ্ছ পাপের বোঝা,
তবুও সে হাসে চোখে জল নিয়ে
এই সমাজ যাকে বেকার প্রেমিক বলে..
নমষ্কার আমি সেই পুরুষ..
একটা স্বপ্ন উঁকি দেয় রাত বিরাতে
সেটা তার চাই যে কোন মূল্যে..
কিন্তু, মাঝ রাস্তায় যদি তার স্বপ্ন ভেঙে যায়
তাসের ঘরের মত..
তখন তাকে পরাজিত বলা হয় !
এই সমাজ যাকে ফালতু ভাবে
নমষ্কার আমি সেই পুরুষ..
অভাবের তাড়নায় যাকে আধপেটা খেয়ে
মুখ ভরা হাসি হাসতে হয়..
পরিবারের চিন্তায় যাকে
নিজের সব স্বপ্ন বিসর্জন দিতে হয়..
শত কষ্টেও যার কাঁদতে মানা..
খনে খনে যাকে শুনতে হয়
তুমি বেকার, বেকার, বেকার..!
যাদের ছোট্ট হৃদয়ে জমা থাকে
অজস্র রাগ, ভয়, ভালোবাসা, পরাজয়..!
দিনের শুরুতে যাকে ভাবতে হয়
আজ ঘরে চাল আছে তো..!
নমষ্কার আমি সেই পুরুষ…
যাদের কোন অভিযোগ থাকতে নেই।।