পথ হারা পথিক ! –মোঃ রহমত আলী
পথ হারা পথিক !
===============
মোঃ রহমত আলী
===============
পথ হারা পথিক এক !
একাই চলছে দিকবিদিক
পচা অতীত সঙ্গী করে,
খুঁজছে এক নতুন মাঞ্জিল।
খুঁজিতে খুঁজিতে সীমান্ত,
পথ হারা পথিক আজ
বড়ই একা ক্লান্ত।
বইয়ের পাতা পাল্টে-পাল্টে
পথিক সেই পড়ে গেলো
গভীর সু-দুঃখের খালটাতে,
খালি-খালি সে দেয় গালি,
আঁধারের গলিতে আর
দেয় সে শুধুই গড়া-গড়ি,
ভীষণ গরিব বেচারা
সে পথিক, শূন্য আছে তার
কামিজের পকেট ! পয়সা
নেই তার কাছে আর
হেঁটে-ই চলেছে তাই সে
ঠিকানায় তার,তবুও
পথের পথিককে ফিরালে-নে-পথ,
সাহারা দিচ্ছে সারা –
পুরাতন নাজারা-র নাজাকাত।
হারিয়ে পথ খুঁজে পথিক,
কোথায় আছে তার ঠিকানা সঠিক।
সবই তো ঠিক-ঠিক,
তবু কেন হারিয়ে ফেলিলে
ঠিকানা সে পথিক,
হারানো পথের বাঁকে, ছায়া নটে
একটু দাঁড়ায়ে থাকে, আর
থমকে থাকা নিজ ছায়াকে
বলে হেসোনা ভাই তুমি আর !!
আমি আর তুমি একই
পথের পথ হারা পথিক ।
===২৬-০৬-২০০৭===