পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।

পরিচয় – পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কে আমি তাই জানতে যে চাও? শোনো তবে বলি,
পুরোটা না শুনেই নিয়ো, পরে দিও গালি,,
ভেবে নাও আমি- শৈশবে তোমার কাঁপা হাতে আঁকা কিত কিত খেলা খোঁট,
ভেবে নাও আমি- তোমার জীবনের প্রথম রাঙানো দুটি ঠোঁট,
ভেবে নিতে পারো- বেড়াতে যাওয়া তোমার মামার বাড়ি,
ভেবে নিতে পারো- সরস্বতী পুজোয় আমি তোমার প্রথম পড়া শাড়ি,,
শৈশবে তুমি গুটিগুটি পায়ে প্রথম দিয়েছো যখন হানা,
ভেবে নিতে পারো- পুজোয় কেনা তোমার নতুন জামা,
ভেবে নিতে পারো- সেই কাঁপা কাঁপা হাতে প্রথম লেখা অ আ.. এ ঐ..
ভেবে নিতে পারো- নতুন কোন ক্লাসে আমি নতুন তোমার বই,,
ভাবতে পারো- হারিয়ে যাওয়া তোমার পেন্সিল,
ভাবতে পারো- দূর আকাশের আমায় শঙ্খচিল,,
তোমার চলার পথের পাশে নাম না জানা ফুল,
ভেবে নিতে পারো- তুমি ষোড়শী যখন তোমার খোলা চুল,,
ভাবতে পারো- গভীর রাতে ঘুম না আসার কারণ,
ইচ্ছা হলেও করতে যেটা মা করেছে বারণ,
বৃষ্টি শেষে সন্ধ্যা রাতে হাসনাহেনারা গন্ধ,
ভাবতে পারো-‘প্রেম নই আমি’ প্রথম প্রেমের ছন্দ,,
আমার কথায় হয়তো এখন দিচ্ছ গালি মন্দ,,
ভাবতে পার- অনুভূতি আমি তোমার অসীম আর অনন্ত,,,,

অচিন আমি,তাই আমার সনে বলতে কথা লাগছে তোমার ভয়,,,??
আমায় তোমার মনের ভিতর খুঁজে দেখ পাবে পরিচয়,,,,।

0

Publication author

offline 3 months

পার্থ বসু

3
একদম সরল ভাষায় কবিতা লেখার অভ্যাস,,
Comments: 2Publics: 33Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments