পোদুর চর্কা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পোদুর চর্কা
পোদু তার ডাক নাম
ভালো নাম পোদ্দার
খায় শুধু দুদু শাবু
করে শুধু আবদার।।
রোজ যায় বাজারেতে 
পোদু বাবু বেলা করে
যদি পায় সবজি কিছু
কমদামে বেশি করে।।
যত পারো ছার দাও
খুশি নয় পোদু বাবু
যদি কেউ হেঁকেছে দাম
হোকনা ন্যায্য তবু।
করে সে চিৎকার
বাজার করবে ঘোলা
কম দামে নেবে সে
ভরে তিন বড়ঝোলা।।
সারাদিন একা একা
ঘরে থাকে বন্দি
সবেতে গলাবে নাক 
করে বেটা ফন্দি।।
তবু যদি কইতো কথা
ভালো কোরে একটা
লোকে বলে বিষ ঝরে
মুখ নয়, কচু ওটা।।
তাতে কিছু যায়না তার
যত করো খিল্লি
দেখে শোনে সবকিছু
যেন ভেজা বিল্লি।।
পোদু বড়ো ভালোবাসে
লাগতে যে পেছনে
বুড়ো জোয়ান বাচ্চা
যায়নি বাদ শেয়ানে।।
এই ভাবে কেটে যায়
দিন রাত এক করে
পাল্টালোনা  পোদু
ধুমধাম চট করে।।
একদিন হট করে
ঘটালো এক কান্ড
পুটুনের জন্মদিনে
সব করে পন্ড।।
কী হলো! কি গেলো!
শোনা গেলো কলরব
পোদু নাকি খেয়নিলো
পেস্ট্রি আর কেক সব।।
বাচ্চারা কাঁদছে
হতবাক পানে চেয়ে
তাতে ভারী বয়ে গেলো
পোদু পেট ভরিয়ে।।
এই বার হলোনাকো
যেমন টি আগে হতো
বিচারে বসলো মোড়ল
সঙ্গে যে লোক কতো।।
শুরু হলো চর্চা বড়
প্রথমে উকীল নিয়ে
শেষ হলো, তাজ্জব্!
ডাক্তার এনে দিয়ে।।
এর মাঝে, চারদিকে
খবর রটেছে তাই
এলোনা বাঁচাতে আর
পোদু কে যে কেউ ভাই।।
ডাক্তার ভালো করে
দেখে নিয়ে মগজটা
ক্ষেপে গিয়ে বল্লো
এত সেই পাগলটা।।।
এই বার জানা গেলো
পোদূর অসুখ টা
নেইযে মগজ ঘিলু
না আছে চর্কা।।
শুনে সব যত ছিলো
বুঝেগেলো শেষে যে
অন্যের চর্কাতে
কেনো দিত তেল সে।।
এর পর আরো আছে
যদি চাও জানতে
এসো তবে একদিন
বলবো যে এ-কান্তে।।

0

Publication author

offline 3 years

The Post Man

0
Love to write Bengali Novels, short stories, Poems etc for all ages।
Comments: 0Publics: 2Registration: 17-09-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।