প্রেম
প্রেম
– অভিজিৎ হালদার
আমি কি দেখিতে চাহিবো
পৃথিবীর বিরহের কথা!
চিরবসন্তের প্রেম বলো আমাকে?
কেনো তবে প্রেমের প্রদীপ জ্বালিয়ে ছিলে
আমার হৃদয়ের কোণে কোণে-
বলো প্রেম বলো?
প্রেম নীরব থাকো কেনো?
হে প্রেম শুকনো বেদনা তুমি
জ্বালিয়ে ছারখার করো আমার বুক!
প্রেম তুমি আঁধার রাতের জোনাকি
পাহাড় সমান সমবেদনা তুলে ধরো
মানুষের সামনে।
হৃদয়ের ময়না তদন্ত কেউ দেখতে চাইলো না!
প্রেম বলো কেউ তা বুঝলো না!
তুমি খুন করে সোনার মাছি
পুষতে চাও প্রেমের পাখি!
হৃদয়ের গোপন জমিতে কেউ কারো স্থান তুমি দিলে না প্রেম! কেনো প্রেম কেনো!
Subscribe
Login
0 Comments
Oldest