প্রেসক্রিপসন
প্রেসক্রিপসনটা বেশ
কার্তিকে গাঁজার সবুজ বনায়ন,
অঘ্রানে ক্যাসিনোর চর্কি
আর স্বাস্থ্যবান খিদের চাষ
বারোমাস,
ডাক্তারের সাথে একই মাঠে ঘাস খায়
ভূঁই দখলকারী বুনো মোষ,
হুইস্কির বোতলে নক্ষত্র নেমে আসে প্রাসাদের গবাক্ষে,
একযুগ ধরে সভ্যতা হামাগুড়ি দেয়
ডাক্তারের বৈঠকখানায়,
প্রেসক্রিপসনটা বেশ
Subscribe
Login
0 Comments
Oldest