বিচ্ছিন্নতার ফাঁদ
শুনেছি নীলঘাটে চারটে ইমারত গড়ছে,
পলেস্তারার পরতে পরতে ক্লেশ;
বাইরে থেকে বোঝার উপায় নেই ব্যথাগুলো কি নৈপুণ্যতার সঙ্গে গাঁথা।
বড় সৌখিন ওরা;
পড়ন্ত বেলায় সহায়-সম্বলহীনদের সুখ-দুঃখের অবসান ঘটাবে।
কালের বৃদ্ধাশ্রম;
স্বজনহীন করবার আনুষ্ঠানিক ফাঁদ।
ইচ্ছে নদী/০৯জুলাই,২০২০/অশোকনগর,উত্তর ২৪ পরগণা,ভারত
বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6
Subscribe
Login
0 Comments
Oldest