ব্যর্থতা-৬০
আমাদের রয়ে গেছে বহু কল্পনা
যেগুলো বাস্তব হওয়ার কথা ছিল
সেগুলো জানিনা কেমন করে
দূরত্বের মানচিত্র তৈরি করলো।
তবুও দিনের শেষে আবারও প্রচুর কল্পনা
আমার এই অভিমানী বুকে জমা হয়
যাকে হাত বাড়িয়ে ছুঁতে পারিনা
তাঁকেই এ হৃদয়ের শিল্পী আঁকে দিনে-রাতে।
পারিনা ভুলতে তাঁকে
তবুও হয়তো একদিন নিদারুণ অভিমানে
তাঁর জন্য নিজে থেকেই দূরে সরে আসতে হবে
শুধুমাত্র তাঁকে ভালো রাখার অভিপ্রায়ে।
যাকে পাবো না জেনেও এ হৃদয়ে শূন্যতা সৃষ্টি হয়
একদিন তাঁকে না পাওয়ায় জোড়েই হয়তো একদিন
গোপনে এক অন্য সাফল্য কে ছিনিয়ে আনতে পারবো !!
Subscribe
Login
0 Comments
Oldest