ভালোবাসবে বলে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি ভালোবাসবে বলে           সুপ্ত কঠিন ভাষাগুলো
                সাজিয়ে রেখেছিলাম হৃদয়ে,
অপূর্ণ স্বপ্নগুলো                         পূর্ণতা পাবে বলে
           হৃদয়ের বিষণ্ণতা মুছে ফেলেছিলাম ।
বসন্ত আসবে বলে             শীতের অবসন্ন দিনগুলো
               হারিয়ে ফেলেছিলাম অজান্তে,
বাগানের ফুলগুলো                    পূর্ণতা পাবে বলে
          হৃদয়ে চেতনার আলো জ্বেলেছিলাম ।

তুমি ভালোবাসবে বলে            আমার প্রত্যাশাগুলো
           জাগিয়ে রেখেছিলাম মনের দুয়ারে,
নীলিমার নক্ষত্রগুলো                   পূর্ণতা পাবে বলে
           হিমেল সমীরণে প্রহর গুনেছিলাম ।
বৃষ্টি আসবে বলে                       মেঘের গর্জনগুলো
            অশান্ত করেছিলো এই মনটাকে,
হৃদয়ের উষ্ণতাগুলো                  পূর্ণতা পাবে বলে
         শুভ অরুণোদয় স্বাগত জানিয়েছিলাম ।

তুমি ভালোবাসবে বলে       শিশির মাখা শিউলিগুলো
               তুলে রেখেছিলাম যতন করে,
আঁধার ঘরের উজ্জলতা                 পূর্ণতা পাবে বলে
                বন্ধ দুয়ার খুলে রেখেছিলাম ।
তুমি আসবে বলে                  শুধু ভালোবাসবে বলে
             আমি প্রতীক্ষায় ছিলাম সারাক্ষণ,
আমার রক্তিম ভালোবাসা             পূর্ণতা পাবে বলে
             হৃদয়ে নকশি কাঁথা এঁকেছিলাম ।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।