পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।

মডেলিং পর্দা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বোরকা পরেছো বডি ফিটিং ভ্যানিটি ব্যাগ হাতে মুখটি তোমার রেখেছো খুলে লাভ কি হলো তাতে? ঠোঁটে দিয়েছে লিপস্টিক ময়দা মেখেছো গালে, চোখে দিয়েছো কাজল আবার টিপ পরেছ কপালে। উঁচু জুতা পায়ে দিয়ে শপিংয়ে দিয়েছো রওনা, হেঁটে যাচ্ছ তেড়ে নেড়ে বানরের চেয়ে কম না। দৃষ্টি কাড়ছো শত যুবকের নষ্ট করছো ঈমান, শয়তান হাসছে দূরে থেকে যাচ্ছে তোমার সম্মান। কেউ বলছে জানপাখি তোমায় কে বলছে ময়না, কেউ আবার মারছে শীষ কেউ বলছে,ঊফ আর সয়না। কেউ আবার নিচ্ছে পিছু ফায়দা লুটার চেষ্টা, সুযোগ পেলেই যাবে মান তুমি হবে নষ্টা। গাঁয়ে পড়বে পাপের আঁচড় বলবে না কেউ ভালো বুঝবা সেদিন ফিটিং পইরা লাভ টা কি যে হলো। দেখবে না কেউ ভালো চোখে বলবে সবাই পাপী, সারা জীবন পস্তাবে,এই ভুলের বোঝা মাপি তাতে লাভ হবে কি তোমার ভেবেছো কি তুমি একবার যেদিকেই যাবে সেদিকেই সমাজ দেবে তোমায় ধিক্কার। সেদিন অশ্রুসিক্ত নয়ন তোমার করবে শুধু চিৎকার। এটি তোমার কর্মফল শুধু একটি ভুলের কারণ, পর্দা করা প্রভুর হুকুম সেটি করেছ তুমি লংঘন। বোন রাগ করোনা তুমি ধরি তোমার পায়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে সঠিক পর্দা জড়াও গায়ে। মেনে চলো খোদার হুকুম পড়ো হাদিস কোরআন দুনিয়াতে কষ্ট হলেও আখেরাতে পাবে সুখ চিরো অম্লান,,,,,,,

0

Publication author

0
নামঃ-মোঃশামছুউদ্দিন বাচ্চু পিতাঃ-মোঃ নুরুলইসলাম হাং মাতাঃ-রোকেয়া বেগম হাং জন্মগ্রহণ:-বালুরচর ৭নং ওয়ার্ড, কালমা ইউনিয়ন, থানা:-লালমোহন জেলা:-ভোলা
Comments: 0Publics: 23Registration: 24-01-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments