যে জন্যে হাতে ফুলের স্পর্শ
মন হারিয়েছি সেই কবে
অথচ আজ হাত বাড়িয়েছি-
সম্ভবত তাই
সে হাতে ফুলের স্পর্শ পেলাম-
তোমার হাত ফুল ছাড়া আর কী?
মাথা রেখেছি অনেক পাথরে
ইটের স্তুপে,
বালিশের কোমলতা আজ তাই
তোমার কোল, কাঁধ;
ধূপের মতো পুড়িয়েছি এ হৃদয়কে-
পুড়িয়েছি কেবল-
হয়তো তাই আজ
প্রতিমার মতো সামনে এসে দাঁড়িয়েছো
হাত বাড়িয়েছো-
এক অজানা দিব্য গন্ধে
চারদিকে আমোদিত করেছো।
বলেছি কথা কতো যে
শূন্য আকাশের সাথে
ফ্যাকাসে দেয়ালের সাথে-
হয়তো আজ তাই
নদী হয়ে এসেছো তুমি-
নদী ছাড়া তুমি আর কী-
কুলুকুলু কথার আকর!
মরুর সাথে, মরীচিকার সাথে
মরা গাছের সাথে
সখ্য ছিল আমার শত বছর যেন,
যাপিত জীবন ছিল জরা-মরায় ভরা-
মনে হয় তাই
মেঘ হয়ে মন্দ্রিত হলে
বৃষ্টি হয়ে আরো কাছে এলে
এবং বৃষ্টিস্নাত করলে আমাকে!
© Dr. Shukdeb Chandra Mazumder
29-06-2023