[হে দানবীর]
খুব দানশীল! নাম ছেপেছে পেপারে;
সুধী সমাজ মুগ্ধ, ভ্রান্ত সব ব্যাপারে!
‘হে দানবীর!’ তোষামোদি দেয় স্লোগান;
ছিঃ দানবীর! এতে কি আর বাড়ে মান?
বাহ্! দাঁত কেলিয়ে দাতা হাসে পোস্টারে;
পাপের টাকা বিলিয়ে ঢাকে দোষ-টারে!
দিচ্ছে দাতা, হচ্ছে প্রচার, দেখছে লোক;
গ্রহীতারা লজ্জিত বেশ; লুকায় চোখ!
ছিদ্র জামার দরিদ্র লোক-ই চাইবে;
লাগে তার সম্মানে, দিলে জামা লাইভে!
দান হোক গোপনে, সকলের আড়ালে;
আরশের ছায়া পাবে, হাশরে দাঁড়ালে।
নীতি-কথা নিদ্রাতে, বন্দি আছে পুস্তকে;
সেলফি বিহীন দান করে কে দুস্থকে?
#বিঃদ্রঃ যারা অন্তর থেকে দান করেন অন্তরালে; যাদের দান লোক দেখানো নয়; তাদের প্রতি শ্রদ্ধা।
©মইফুল আলম
১০/০৭/২০২১ ইং
নিউ ইস্কাটন, ঢাকা।।