মোঃ আনিছুর রহমান লিখন বাংলাদেশের জনপ্রিয় তরুণ কবি। তিনি এ যুগের তারুণ্যের কবি হিসেবে পরিচিত। কবি ছাড়াও তিনি একাধারে লেখক, নাট্যকার ও ঔপন্যাসিক। তাঁর লেখা ধারাবাহিক সুফি প্রতিবেদন “আত্মার নেটওয়ার্কিং” আর উপন্যাস “প্রেম যমুনায়- মাঝি ও আমি” এবং “ভাষার মায়াবী টানে” বিশেষভাবে উল্লেখযোগ্য।