আমি দক্ষিণ ২৪ পরগনার ছোট্ট একটা গ্ৰাম আলমপুরে বাস করি। বাবার নাম শ্রীকান্ত পাল পেশায় একজন ছোট্ট ব্যাবসায়ী, মায়ের নাম চন্দনা পাল পেশায় গৃহিণী। ছোট্ট বেলা থেকে লিখতে ভালোবাসি। বর্তমানে আমি একজন ছাত্র।
পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)