অপূর্ণ
হ্যাঁ, সত্যি কেউ বুঝল না
কে ছিল এই লোকটা,
মানুষ তো নয়েই
সাধের প্রিয় কবিতাও।
দুচোখের কত স্বপ্ন আশা
দুচোখেই থেকে গেল।
ছাই হল সর্বস্ব-
সময়ের কারণে।
অসম্পূর্ণ একটা তারা মিটিমিটি করে হাসে পৃথিবীর দিকে তাকিয়ে, সূর্যের আলোয় পুড়েও।
৮জুন,রাত সাড়ে সাতটা, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest