আপন খেলা
20 total views
আপন খেলা
পঙ্কজ সূত্র ধর (কোচবিহার)
খেলতে যদি ইচ্ছে জাগে,
খেলো সদা নিজের সাথে
বাইরের শত্রু দমন কি আর!
দমন কর নিজের ঘরে ।
এক রাজাতে কেমন করে
লড়বে বিনা অস্ত্র দিয়ে ?
ছ’জোয়ানে সদা তেড়ে
আসছে মদন ঘোড়ায় চড়ে ।
পক্ষপাতী কেবা করে,
কেবা করে জমির কাজ?
দুরদেশে তে বাস করে যে,
খেলবে কে বা রাজার পাশ?
ডাকলে জোরে ডাকার মতো
খুব সহজে মিলবে সাথী,
অন্ধকারেও খেললে আসে
বিনা বাধায় জোয়ান বাতি।
Subscribe
Login
0 Comments