আবেগ, যুক্তি, কবিয়ত্রী
224 total views
কবিয়ত্রীকে তার বোন বলেছিল, রোজগার নেই তো লোকের বাড়িতে আয়ার কাজ কর।
সাম্যে বিশ্বাসী দল বলেছিল, তুমি নেতার কাছে অস্বস্তিকর , আমাদের কাগজ ছাড়।
গোটা দুনিয়া বলেছিল এইবারে অন্তত আমার উপযোগী চালাক হও
আর তার আত্মা বলেছিল, স্বেচ্ছায় বিনা প্রশ্নে কবিতার দাসী হয়ে রও।
বহুমাত্রিক এ জীবন কখনো অমৃত দেবে কখনো বা খাঁটি বিষ,
সমস্তটা নিয়ে কাব্যে ঢেলে দাও; আত্মার কথা সে শুনেছে ভাগ্যিস!
তাই জিরেমরিচ-যাপন থেকে নেই নেই করেও মিলেছে তিলেক মুক্তি।
লেখালিখির প্রেক্ষিত অনেক আবেগ আর এ সবই ছেটানো যুক্তি!
0
Publication author
offline 1 year
শুভশ্রী রায়
Subscribe
Login
0 Comments
Inline Feedbacks
View all comments