আমার লেখক বিমল কর-এর, স্মরনে।

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অনেকদিন আগে, অন্য কোথাও দূরে,
আমি চলে যেতাম।
নির্জন কোন শীতের রাতে,
কুয়াশার মধ্যে, ডুব দিতাম।
আমার সামনে, ছোট্ট কটেজ,
গল্পের নায়িকা একা।
অসুস্থ নায়কের সাথে, একান্ত-আপন,
গড়ে তোলে, ভালো বাসা।
কিংবা, পাহাড় ঘেরা শহর,
তৃষ্ণার্ত ভ্রমর, দু হাতে,
অমলের চোখে, এঁকেছিল কাজল,
ভালোবাসা, দু’জনের মনে।
অনেকদিন আগে, বইয়ের পাতায়,
ছাপার কালির গন্ধে,
এদের কাছ থেকে পেয়েছি অশ্রু, আনন্দ,
আমার লেখকের কলমে।
আমাকে লেখক শিখিয়েছিল,
জীবন বাঁচে কেমন?
বোধ থেকে, ভালোবাসতে হয়।
ভাবনাগুলোকে, বাঁচাতে হয়।
শিখিয়েছিল, নিশ্চয়ই শিখিয়েছিল।
না হলে,কেমন করে,
ভালোবাসার, খোঁজ ধরা দেয়,
আমার, দু-চোখের তারাতে।

0

Publication author

1
From durgapur, burdwan
Comments: 0Publics: 232Registration: 20-07-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।