ইচ্ছেগুলো
ইচ্ছেগুলো
হাকিকুর রহমান
অদম্য ইচ্ছেগুলো,
ন্যাড়া বাবলার ঝোপে অদৃশ্যই রয়ে গেলো।
কাছে কিনারের মানুষগুলোর খেয়ালি বসতি রইল পড়ে,
চিন্তার অসম তটে-
অধরা বৃষ্টির গান শুনি,
আঁখি মেলে, অশ্রু ফেলে-
মিশে যায় তা রন্ধে রন্ধে।
পোড়াবাড়িটার আঙিনায় শুধু এখন ঘুঘু চরে,
নির্জনতা ভরে থাকে সারাক্ষণ,
অযত্নে বেড়ে ওঠা লতাগুল্মের ফাঁক দিয়ে,
উঁকি দেয় ছেঁড়া চাঁদ।
আর কুরে কুরে খায়,
নির্মোহ আশাগুলোকে,
তবুও অকস্মাৎ আক্রান্ত হয়-
অস্ফুট ইচ্ছেগুলো, শেষ নিদ্রার উপত্যকায়।
Subscribe
Login
0 Comments