উপক্রমণিকা
224 total views
উপক্রমণিকা
হাকিকুর রহমান
জ্বালিয়ে জ্ঞানের শিখা
পুনরায় উপক্রমণিকা।
বাড়িয়ে জীবনের পরিধি
গতিময়তা সমুখের পানে
যবনিকাপাত অবধি।
মেলিয়া চেতনার পরিসীমা
সঞ্চিত করি প্রাণের সুধা
ভরে থাক তারুণ্যের অরুণিমা।
ভুলিয়া সকল ক্লান্তি
গড়ি নিজেকে সমৃদ্ধির পথে
মনেতে আনি প্রশান্তি।
উঠায়ে দিয়ে দু’হাত
উজ্জীবিত করি চেতনার বাণী
আর নহে অভিসম্পাত।
Subscribe
Login
0 Comments