এই আষাঢ়ে
244 total views
ক্লান্ত সময়ের চলনে দুপুর শুনশান
ধূলি গুরি বৃষ্টি এনেছে শত ব্যস্ততার অবসান,
পালক ভেজা শালিকের বিকৃত চিৎকার!
আষাঢ়ের আকাশে ঘন মেঘের অন্ধকার.
এই আষাঢ়ের দুপুর,এই বৃষ্টি ভেজা বাতাসের ঘ্রান
এই কদম্ফুলের শাল স্নিগ্ধতায় কোমল প্রান
ছিদ্র আকাশের পানি ঝরছে অবিরাম
আষাঢ়ের দুপুরে সন্ধ্যা আসে
বিকেলের আকাশে সূর্য ওঠে
রংধুনুর মাঝে বর্ষা সাজে
বৃষ্টি শেষে রাত্রি আসে।
বৃষ্টি ভেজা আষাঢ় ছরায় মুগ্ধতা
বর্ষার বাতাসে ভেসে আসে নিস্তব্ধতা
Subscribe
Login
0 Comments