এতদিনে মেলাতে পেরেছি
14 total views
বর্ণ, ছন্দ,
সব জব্দ, তোমার কাছে।
এক সমাপতন,
তোমার অমন রূপে, নিঃশব্দে!
বর্ণ পরিচয়,
ছন্দ পরিচয়,
শেখাতে বসেছে এখন,
কি করে সৃষ্টি হয়।
সৃষ্টি!
যে গরিমায়,
অর্পূব!
আমাকে অপচয়, মনে হয় না আর,
আমার,
“করপুট অঞ্জলি”,
বর্ণ-ছন্দ-রূপ,
এতদিনে মেলাতে পেরেছি।
Subscribe
Login
0 Comments