কবিতা তোমায় নিয়ে লিখব
একটি কবিতা লিখতে চাই তোমায় নিয়ে,
আমি এমন কবিতা লিখব খুব মন প্রাণ দিয়ে,
কবিতার সব কয়টি লাইন শুধুই তোমাকে নিয়ে। শুধুই তোমার সব কিছু নিয়ে – কেমন করে হাঁটছো তুমি,
তোমার নগ্ন পায়ে শিশিরের স্পর্শে শিউরে উঠা,
তোমার চলাফেরা – মাঝে মাঝে আমায় চমকে তোমার দৌড়ে ছোটা ।
কেমন তোমার ঐ চুল গো – কেমন করে বাঁধছো খোঁপা।
কেমন লাগে ঝুমকা জোড়া, যখন দোলে তোমার হয়ে কানের দুল ।
তোমার হাসি খুশী আনন্দ বেদনা দু:খ চিন্তা চেতনা ভাবনা স্বপ্ন সব আশা,
কবিতার ছন্দে ছন্দে লিখব প্রকাশিত অপ্রকাশিত তোমার সব ভালোবাসা ।
যত তোমার কথা ইচ্ছামত এক এক করে থাকবে অনেক যত্নে ভালোবাসায় লেখা,
শুধু তোমাকে নিয়ে লিখব
কাছ থেকে দূর থেকে যত যা কিছু মন দিয়ে দেখা ।