কষ্টে কাটছে দিন- সাবিনা সিদ্দিকী শিবা
![]()
নুন আনতে পান্তা ফুরায়,
অভাবে চলে দিন।
সহায় সম্বল সব বেচেও,
করতে হচ্ছে ঋণ।
দিন দিন জিনিসের মূল্য
বাড়ছে গনিত হারে।
জেনে বুঝেও সাহায্য করবে,
কে আবার কারে।
স্বাধীন দেশে বাস করেও,
ভাত জুটে না পাতে।
পেটের ক্ষুধায় কাতর জীবন,
ঘুম আসে না রাতে।
আধপেটা খালিপেটা মানুষের,
চোখে কান্নার ঢেউ।
যে যার মতো ব্যস্ত থাকে,
খোঁজ নেয় না কেউ।
গরীবের তো সারাজীবন,
চোখের জলে ভাব।
আল্লাহ তখন ভদ্রপল্লীতে,
মুখ টিপে হাসে।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)