কালকে সেটাই কবর হবে
আজ যে ছায়ায় তোর ঠিকানা
কদিন আগলে রাখবে তোকে
ভাঙবে এ ছাদ মেলবে ডানা
কুড়িয়ে নেবে যে যার লোকে
চাষ আবাদের জোয়ান বুকে
পাঁজর ভাঙ্গার শব্দ হবে
লোক ভ্যাঙানো ঠোঁটে মুখে
হাসতে গেলেই কান্না পাবে
খড় কুটো ঘর খেলার স্রোতে
উড়িয়ে দিলি সহজ ভাবে
ঠুঁকবি মাথা এটুক পেতেই
বেঁচে থাকাটাই মরণ হবে
এইটুকুনি জেনে রাখিস
পাল্টা জবাব সবাই দেবে
আজ যেখানে পা পুঁতেছিস
কালকে সেটাই কবর হবে
Subscribe
Login
0 Comments