কী নাম দেবো তাকে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দুটি সম্পর্ক পাশাপাশি ফল্গুধারার মতো একেবারে আড়ালে
অন্তরালে দিব‍্যি বয়ে চলে
তবুও কিছু দৃশ‍্যমান দশা তার দৃষ্টিকটু বেজায়…
একটা দিতে দিতে রিতীমত মাঘের রিক্ত সন্ন‍্যাসী হয়ে যায়;
অপসৃয়মানদশাগ্রস্ত প্রায়
আরেকটা নিতে নিতে
বড্ড বসন্ত-বিলাসী হয়ে ওঠে চিত্তে;
ক্ষুধা তার অন্তহীন, যেন ক্ষুধার রাজন
এই বুঝি সম্পর্কের অমোঘ রাখি-বন্ধন!

কী নাম দেবো তার? কে আমায় দেবে বলে?
একটা যে নিদাঘের জ্বলনে জ্বলে,
আরেকটা রীতিমতো জ্বালায় বারেবারে;
এখনো ফেলানীরা ঝুলে থাকে সম্পর্কের কাঁটাতারে
যে সম্পর্কের জের-একটায় কেবলই শুনে যায়, আরেকটা শোনায়
যে সম্পর্ক-রজ্জুর এক প্রান্ত অছোঁয়া ভগবান বনে যায়,
আরেক প্রান্ত কেবলই অস্পৃশ‍্য পড়ে থাকে!
তাহলে, কী নাম দেবো তাকে?

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 124Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।