কৃপা চাই
194 total views
কৃপা চাই
হাকিকুর রহমান
হে ধরিত্রী!
তোমার এই মৃত্যুর মিছিল থামাও।
উদ্ধার করোহে, ওহে
এই মরণের রাহুগ্রাসকে নিজের কাছে ডেকে,
ক্ষান্ত দাও, ক্ষান্ত দাও
পরিত্রাণ পেতে চাই, ইহা থেকে।
উঠুক নবরূপে দিবাকর
জ্বালিয়ে আশার আলো,
বহুক নাফ, সিন্ধু, নীল, টেম্স, ভাগীরথীতে নব জোয়ার
ঘুঁচে যাক যত গ্লানি, মুছে যাক যত কালো।
মিলিত কন্ঠে সকলে মিলে
স্রষ্টার কৃপা চাই,
তিনি বিনা এই ধরাতে
আর তো কেহ নাই।
(করোনাকালে লেখা)
Subscribe
Login
0 Comments