খামে ভরা স্বপ্ন
খামে ভরা স্বপ্ন
-ভাস্কর পাল
কিছু স্বপ্ন রেখেছিলাম, কাব্য করে খোলা খাতায়।
দেখেছিলাম স্বপ্ন গুলো অন্ধ চোখের বন্ধ পাতায়।
অসময়ের অবসাদে সাজিয়ে তোলা সেই শব্দ পুঞ্জ
ঝরে পড়েছে হলদে হয়ে, বেঁধেছে কত সুরের কুঞ্জ।
রবির কিরণ মাখেনি গায়, স্বপ্ন গুলো পাইনি আলো
অচিরে তৈরি স্বপ্নরা সব, গোপনেই বেশ আছে ভালো।
কালি গুলো পাইনি শোভা, স্বপ্ন লিখেই গেছে শুধু
মরীচিকায় স্বপ্নরা আজ কুহেলিকায় করছে ধু ধু।
অজানার ভিড়ে পড়ে আছে সব, ব্যাস্ত কত বাস্তব
সময়ের কাছে কাল্পনিক সেই, স্বপ্ন গুলো বড্ড আজব।
কত না স্বপ্ন খেলা করে, দুচোখের পাতা আড়াল করে,,
স্বপ্নরা সব পালিয়ে বেড়ায় নিজেকে আজ একলা ছেড়ে।
স্বপ্নরা আজ বুকের ভেতর বেঁধেছে বাসা হয়েছে গুপ্ত
পৃথিবীর বুকে সে সব স্বপ্ন, হয়েছে অকারণেই সুপ্ত।
উড়িয়ে দেবো দূর ঠিকানায়, এঁটেছি মনেতে ফন্দি;
স্বপ্ন গুলো তাইতো আজ, করছি খামেতে বন্দি।।