খোকা
আমি স্বপ্ন দেখি খোকা আবার
আসিবে ফিরে,
এই বাংলা মায়ের সেই ছোট্ট নীড়ে,
যেখানে হাজারো বাঙালি খেলায় বঙ্গের খেলা।
যদিও কেটে গেছে বেলা অবেলা কাল বেলা!
খোকা আবার আসিবে ফিরে!
সবুজ সোনালী ফিরোজের মিতালী,
আমাদের এই বঙ্গ নীড়ে।
খোকা আবার আসিবে ফিরে,
সেই অনাগত মহান শিশুর মত,
যে বৃষ্টিতে ভিজে দীন বন্ধুর শিরে ধরেছে ছাতা,
পুথি উল্টে দেখ সাক্ষী দিবে ইতিহাসের পাতা।
সেই কনকনে শীতে,
তনুর চাদর বিলিয়ে দেয় অচিন বুড়িকে,
জেন রাখ বাঙালি, সেই খোকা শেখ মুজিব কে?
~~~~~~~~~~মুসাফির
Subscribe
Login
0 Comments
Oldest