গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা – অসীম চক্রবর্ত্তী
16 total views
এক ফোঁটা জল গায়ে ছিটাবি
আমিও শুদ্ধ হবো
গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ
তুলসী পাতা রবো।
দেশজুড়ে সব বেজায় শুদ্ধ
একলা আমি যে ছাড়া
মন্ত্রী, আমলা সবাই বুদ্ধ
আমিই হতচ্ছাড়া।
ওরাতো দেদার ছিটিয়ে যাচ্ছে
সর্ব ধর্মে কর্মে
ওরাতো বেজায় রয়েছে শুদ্ধ
বুঝছি মর্মে মর্মে।
ওরা যে চাইছে বেচতে গঙ্গা
সঙ্গে আস্ত দেশ
দেনারে একটু ছিটিয়ে আমায়
রইবেনা অবশেষ।
গঙ্গা মায়ের এক ফোঁটা জল
দেনারে গায়ে ছিটিয়ে
যত আছে সব এক লহমায়
পাপগুলি দেবো মিটিয়ে।
এক ফোঁটা জল গায়ে ছিটিয়ে
আমিও শুদ্ধ হবো
গঙ্গাজলে ধুয়ে শুদ্ধ
তুলসী পাতা রবো।।
Subscribe
Login
0 Comments