চাইনা এই শহর
178 total views
এই শহর চাইনা আমরা
এক হয় চলো চলে যাই
এমন এক শহরে যেখানে থাকবে না কোন বাদ্ধবোতা
তুমি আমি আর এক মুঠো শান্তির দীর্ঘ শাঁস
তুমি আর আমি বৃষ্টির দিনে কোন এক টঙের দোকানে বসে চা খাবো
আর বাতাসে উড়ে যাওয়া তোমার চুল গুলা ঠিক করে দিবো
আমার এমন একটা শহর চাই যেখানে কোন জ্যাম থাকবে না
থাকবে না কোন ট্র্যাফিক
রাতে আমরা ল্যাম্পপোষ্টের নিচে বসে বাদাম খাবো
আর তোমাকে দেখবো
আমি চাইনা এই শহর
Subscribe
Login
0 Comments