ছাইফুলের ভোর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আকাশের সীমানায় আজ ছাইফুল ফুটেছে,
রোদ্দুর তার গায়ে পুড়ে মলিন স্বর্ণরেখা।
শীতল বাতাসে ভেসে আসে কার অদেখা নিশ্বাস,
বাতিঘরও জানে না— কে ডাকছে দূরের তরঙ্গে।
বৃষ্টিধোয়া অশ্বত্থতলায় কালি-মাখা ছায়ারা
রাতের স্বপ্নের মতো কেঁপে কেঁপে ওঠে।
জলছাপের মতো মুছে যায় চেনা মুখ,
রেখাপত্রের মতো ভেঙে পড়ে প্রতিশ্রুতির স্তম্ভ।
দিগন্তের ঘরে জমে থাকে অতীতের ধুলো,
যেখানে ছাইফুলেরা জন্মায় ক্ষত-বুকে।
একদিন এই ভোরও ভেসে যাবে,
শুধু কালি হয়ে রবে স্মৃতির শেকড়ে।

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 573Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।