ছোট গাঁয়ে ছোট দিঘি পাড়ে তালগাছ,
দিঘিজলে জাল ফেলে জেলে ধরে মাছ।
রাজহাঁস দিঘিজলে কাটিছে সাঁতার,
আম কাঁঠালের বন গাঁয়ে চারিধার।

ছোট গাঁয়ে ছোট নদী বহে অবিরাম,
দুই ধারে আছে তার ছোট ছোট গ্রাম।
সাদা বক থাকে বসে অজয়ের চরে,
নদীজলে ছোট বক ছোট মাছ ধরে।

সাঁঝের আকাশে কত ছোট তারা ফুটে,
ছোট গাঁয়ে আমাদের, রাতে চাঁদ উঠে।