জনগণ মূলা চুষে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

জনগণ মূলা চুষে
কলমে-: সুব্রত পন্ডিত
সংকলন:- বিচার চাই

জনগণ বড়ো অসহায়, ঠিক ভুল জেনেও নিরুপায়।
সংসারে কাজ আছে, পেট আছে– আর কি করা যায়?

আন্দোলনের ঠ্যালায় সরকার সাময়িক নড়ে-চড়ে।
কিছুদিন বাদে পুরনো জায়গায় আবার আসে ফিরে।
দু হাত ভরে, সুদে-আসলে আখের রসটা নেয় ভরে।

আমজনতার মাথাকে এলোমেলো করেই তেল মাখায়।
নানা লোভনীয় প্রকল্পের গল্প হামেশাই বলে বেড়ায়।

ছাপোসা জনগণ এটাই– অনেক ভেবে টোপ খায়।
বড়শিতে খেলিয়ে-খেলিয়ে প্রকল্পের টাকা লুট হয়।

মিটিং-মিছিল-সমাবেশে উন্নয়নের কথা আওড়ায় তোড়ে।
মিষ্টি কথার সুড়সুড়িতে জনগণ হাততালি দেয় জোরে।

জেনে-বুঝে আমলা চুপচাপ রয়; সবাই ভাগা যে পায়।
ন্যায়-অন্যায়ে– মারো গুলি; স্ব-হাস্যে ভাগের ভাগ নেয়।

সব চোর এক হয়—চোরে-চোরে মাসতুতো ভাই বনে যায়।
জনগণ মূলা চুষে—প্রথমে হায় হায়, পরে আন্দোলনে যায়।

জনগণের আইকিউ বড়ো কম; অল্প দিনে সবই যায় ভুলে।
ভোট এলে যে ভিখারি সাজে, তাঁকেই নাচায় মাথায় তুলে।

ছলেবলে লোভ দেখিয়ে সার্কাসে পশুকে প্রশিক্ষণ দেয়।
লোভে-পাপে, মৃত্যু প্রবাদ ভুলে– এরা নেতার বশে হয়।

আজকাল গণতন্ত্রের উৎসব মানেই তো– ভোট লুট;
প্রয়োজনে অফিসারের মাধ্যমেই ফল হয় ওলট-পালট।

সব জলাঞ্জলি দিয়ে, জনগণ ধেই-ধেই নাচে দু হাত তুলে।
ভোটের পরে সংসার চালাতে জনগণের কোমরের কাপড় খুলে।

আন্দোলন পথে থেকে যায়; আন্দোলন পথ হারায়।
দীর্ঘসূত্রতায় স্বপ্নগুলো মরতে দেখি গিরায়-গিরায়।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 37Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।