জন্ম ১০ই ফেব্রুয়ারি খেজুরী থানার অন্তর্ভুক্ত -চৌদ্দচুলী গ্রামে।মা-ই হল জীবনদর্শন। ছোট থেকেই পড়া ও লেখার প্রতি ঝোঁক। অর্পণ, ফিরে পাওয়া কবিতা, বিশ্বাসের চুপকথা, ভোরের দরজা ঠেলে ইত্যাদি কাব্যগ্রন্থ প্রকাশিত। অঙ্কুরীশা সাহিত্য পত্রিকার সম্পাদক।
পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)