জীবন ধারা
জীবন ধারা
-ভাস্কর পাল
জীবন হলো চলমান নদী
থেমে থাকে না এ প্রবাহ,
উৎস থেকে ফুটে উঠে
নদী যেমন নেমে আসে, দূরন্ত প্রবাহে
শিশুরা তেমনি, মায়ের কোল থেকে;
পালিয়ে পালিয়ে বেড়ায়।
তখন শক্তির উৎস অফুরন্ত
সব কিছু করে ধ্বংস।
এই ভাবে কেটে যায় শিশুকাল-
আসে শৈশব।
ফুটে ওঠে বাহ্যিক রূপ,
সে আর কত সময়!
শেষ হয় শৈশব, ঢুকে পরে বাধক্য।
নদী যেমন তার গতিধারা স্থির করে,
বিভাজিত হয় বিভিন্ন শাখায়-
তেমনি তার তেজ যায় মোরে,
এখন নয় কোনো ক্ষতি শুধু সঞ্চয়।
শেষ জীবনে ঢুকে মনে অনেক ভয়
যা হবে দেখা যাবে সবই করবো জয়।
এ জীবন থেমে থাকে না,
চলে ঝড়ের বেগের মতো।
এ জীবনের অস্তিত্বটা, নিজের কাছে না হোক
অন্যের কাছে দামী পাথরের মতো।।