ডাকচিঠি-৭
242 total views
অংশ-৭
কবিতা লিখতে লিখতে
সময় একদিন হয়ে যাবে শেষ
তবুও আমার কবিতার লাইন
কখনো হবে না শেষ।
অতীত ডাকবাক্স চেনা ডাকচিঠি
জীর্ণ পাতা লাল কালি-
মনের ডায়েরি স্মৃতির পাতা
সময়ের শহর আজও বেঁচে রয়।
আমার এই শহর কবিতার প্রহর
ঝিরিঝিরি বৃষ্টি ঝরে পড়ে এখানে।
শব্দেরা সব ক্ষোভ প্রকাশ করে
ভিজে যাওয়া তারার মাঝ থেকে-
নক্ষত্র রাত্রি আমার কালো রাত
উপন্যাসের পাতা শেষ অধ্যায়
স্মৃতির চাদর জোনাকির আলো
হাজার বছর শেষ হয়ে কেটে যায়।
বেদনা ভরা নতুন নতুন গল্প
লেখা সব চলিত পথে
আমার একাকী মন
কলমের দুনিয়া খোঁজে;-
পশুপাখি গাছপালা নদীনালা
আজ সবই বাড়ন্তের পথে;
সমান্তরাল পথ
সন্ধ্যা নামে রাত জাগে
নতুন ডাকচিঠি লেখা শুরু হয়
গ্রাম থেকে নতুন গড়ে ওঠা শহরে।
০৯/০৯/২০২১