তুমি আমার কচু জানো!
তুমি আমার কচু জানো?
এই যে মানুষ গুলো বড্ড বেপরোয়া।
যখন, তখন লড়াই লাগিয়ে বসে..
উঠতে বসতে কিল ,চড় খায় তবুও শিক্ষা হয় না!
আজ্ঞে হ্যা, হক্ কথা।
এই যে এত মিটিং মিছিল করে!
যখন তখন পথ অবরোধ..
আচ্ছা, বলো দিকি পথ কী ওদের ঠাকুরদার..
আজ্ঞে হ্যা, হক্ কথা।
তারপর ভাব কী রকম ফাজিল সব কয়টা..
রাজনীতি করবি কর না, কে নাক লম্বা করেছে!
কিন্তু না, ব্যাটাদের গুঁতো গুঁতি না করলে হয় না..
একটু শান্তি যদি এদের রক্তে থাকতো!
আজ্ঞে হ্যা, হক্ কথা।
বেকার সমস্যা, বন্যা ,খড়া, ঝড়,তুফান..
এদের কাছে তো নস্যি।
এই তুই নস্যি খাস?
খবরদার খাবি না। নয়তো তুইও এদের মত হবি।
মাথায় এদের সয়তান মাকড়শা খালি জাল বোনে..
একটু পর পর এরা কী করে জানিস!
আমাদের সুন্দর সুন্দর বাঁশঝাড় উপহার দেয়.
বুঝলি কী না!
আজ্ঞে হ্যা, হক্ কথা।
আসলে সব কয়টা পাজির পা-ঝাড়া।
ট্যারা চোখে তাকিয়ে সোজা চোখে টিপ মারে,
তুই দেখেছিস কখনো?
কীভাবে দেখবি, ওদের চোখে তো চকচকে চশমা
আমার তো মনে হয় ব্যাটারা কানা.! কী বল?
আজ্ঞে হ্যা, হক্ কথা।
সারাদিন এরা কান্ড করে বেড়ায়..
কান্ডে কান্ডে এদের ঝুলি ভরে যায়।
তোর, আমার ফাঁকা পেটে গুর গুর শব্দ হয়।
হয় কী না বল!
হবেই তো!
আসলে তোর, আমার তো ঝোলা খালি
হাওয়া দিলে ঠন ঠন করে!
আজ্ঞে হ্যা, হক্ কথা।
এদিকে আয় চুপিচুপি একটা কথা বলি!
এই দেশটা কিন্তু আমাগো না!
এই ছোকরা অমন করে তাকাস কেন!
আসলে এই দেশ হল তাগো..
বুঝলি কী না,” তাগো”!
আজ্ঞে হ্যা, হক্ কথা।
তুই তো খুব বুঝনদার দেখছি।
সব বুঝিস তুই?
আমি যা যা বললাম সব মাথায় গেঁথে গেছে।
আজ্ঞে হ্যা, হক্ কথা।
তুমি আমার কচু বুঝছো!
ছাগল কোথাকার।
#মন_সায়রের_পাড়ে