তুমি শব্দে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তুমি, শব্দ উল্টে দেও তোমাকেই যে বলছি

পেয়েছ কিছু একটা? তাতে কিছু পেলে নাকি

হয়তো সেটা সুন্দর সুন্দর একটা কিছু।

আমি যখন উল্টোই তখন বুঝতে পারি

মনের সমুদ্রে কেউ নেমেই সাঁতার কাটে,

আকাশ বাতাসে ভেসে থাকা অদেখারা মিলে

আমার পৃথিবী এসে সংস্পর্শে-দুপায় হাঁটে।

তুমি শব্দ উল্টে গেলে ‌নামে বর্ণ ঝর্ণা মাখে

তখুনি স্বপ্ন সাজায় একটি পরীর মুখ

পরীটা নিয়ে পালায় সিনিগ্ধকর সুখবর

বসন্ত উৎসব শুরু হয় গান গায় রাখে।

তুমি শব্দতে রয়েছে গভীর প্রশ্নে উত্তর

প্রশান্তির দুটি ডাল অবিচ্ছিন্ন ভালোবাসা

একাকি পক্ষের প্রেম হৃদয়ে আগলে থাকা

নিঃস্বার্থ প্রেমের গল্পে প্রেমে খাঁটি চাষী চাষা।

তুমি শব্দ উচ্চারণ  করে প্রিয় সুরঞ্জনা।

যখন প্রেমের তীব্র বাতাসে হৃদয় জুড়ে,

তুমি শব্দের তোমাকে ভালোবাসি মনোবর্ষ

এ পৃথিবী ও পৃথিবী যেন ভব ঘুরে ঘুরে।

0

Publication author

0
পোস্ট কপি করবে না,
-মোঃ মুসা
Comments: 10Publics: 68Registration: 31-01-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে