তোমার কোলে দিও ঠাঁই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যাই
চলে যাই
আপন পথে হারাই
সঙ্গী হবে রাতের তারকারাই,
তোমার ঘরেই চেয়েছিলাম একটুখানি ঠাঁই;
প্রেমহীন শূন্যতার জীবন কাটাবো একা একাই।

যাই
ভুলে যাই
জীবনের যতো লড়াই
মেঘলা আকাশের বুকে তাই,
আজন্ম কোন সুখের স্মৃতি নাই;
যতোটুকু ছিলো ভুল ক্ষমা করো সবাই।

যাই
দূরে যাই
অচিন দেশে হারাই
মাঝির ছদ্মবেশে তরণী ভাসাই,
যদি একটুখানি প্রশান্তির আলো পাই;
চলতে চলতে জীবনমুখী সাম্যেরই গান গাই।

যাই
মরে যাই
সত্তাকে করে ছাই
ফুলেরই মতো ঝরতে চাই,
তোমার কোলে সেদিন দিও ঠাঁই;
মরেও যেন একটুখানি অমৃতের সুখ পাই।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।