থাকা,না থাকা – আহমেত কামাল
থাকা,না থাকা
আহমেত কামাল
নিজেকে ভাঙতে চাইনি কখনও
তারপরেও
ভেঙে ফেলেছে কেউ,,কেউ।
তোমার যাওয়া টুকু দেখিনি,তবে
তুমি কী সত্যি চলে গিয়েছিলে?
থেকে যেতেে ও তো পারতে
দুধমাখা দুঃখের সাথে।
অথচ,
থাকোনি। নদীদের কথাবার্তায়
দ্রুত হেঁটে গিয়েছো,, আগুন অগ্রহায়ণের দিকে-
আমাকে ভেঙে,, ভেঙে,,।
Subscribe
Login
0 Comments
Oldest