নির্জন বসন্ত :
![]()
|| নির্জন বসন্ত ||
আমার দুয়ারে বসন্ত নয়,কড়া নেড়েছিল দুর্ভিক্ষ
সেদিন ফাগুন এসেছিল শহরের আঙিনায়, আকাশের বুকে ছড়িয়ে পড়েছিল লাল,নীল, সবুজের নকশা।
রঙিন আঙুলে আঁকা হয়েছিল বসন্তের গান,
কিন্তু আমার দুয়ারে কড়া নেড়েছিল দুর্ভিক্ষ।
হলুদ রোদের গায়ে তখন উৎসবের আগুন, শহরের অলিতে-গলিতে ছড়িয়ে পড়েছিল সুরের মাতাল ঢেউ।
পথের ধুলোয় নেমেছিল উচ্ছ্বাসের জোয়ার,
কিন্তু আমার উঠোনে এসেছিল ক্ষুধার দীর্ঘশ্বাস।
পিচঢালা রাস্তায় পা ছুঁয়ে নেচেছিল রঙ,
আবির উড়েছিল বাতাসের বুকে উদাস হাওয়ার মতো।
নগরপ্রান্তের ছিন্নমূল ছেলেটি তখন তাকিয়ে ছিল বিস্ময়ে,
তার ফাটা চামড়ায় মেখে যাচ্ছিলশুধু ধুলো,রঙ নয়,
শুধু শূন্যতা।
ধানের শীষে সেদিন বসন্ত আসেনি,
চোখের জলে গলে গিয়েছিল কৃষকের শেষ স্বপ্ন। ফসলের বদলে জন্মেছিল ফাটল,
উর্বর মাটির বুক ফুঁড়ে বেরিয়ে এসেছিল অনাহার। নদীর শুষ্ক বুকে মরীচিকা ছিল,
আর মাঠের ধুলোর রাজ্যে জন্ম নিয়েছিল দারিদ্র্যের রাজপুত্র।
শহরের ব্যালকনিতে রঙের উৎসব,
কাঁচের জানালার ওপার থেকে ভেসে আসে হাসির ঢেউ,
কিন্তু ফুটপাথে শুয়ে থাকা শিশুটির চোখে শুধু বিস্ময়,
রঙের কি স্বাদ থাকে?
রঙ কি ক্ষুধার আগুন নেভাতে পারে?
বসন্ত আসে না সকলের দুয়ারে,
কখনো কখনো তার বদলে আসে দুর্ভিক্ষ,
নেচে ওঠে শূন্য থালা,
উৎসবের হাওয়ায় উড়ে যায় স্বপ্নের ভগ্নাংশ।
সেদিন আমার দুয়ারে বসন্ত নয়,
কড়া নেড়েছিল দুর্ভিক্ষ,
আর আমি আবির ছুঁয়ে দেখতে গিয়ে
হাত ভরে নিয়েছিলাম শূন্যতা।
~ নন্দ দুলাল মন্ডল।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)