নির্ভুল অঙ্কশাস্ত্র
166 total views
এই অঙ্কশাস্ত্রে কোন বিয়োগের ঘর নেই,
শূন্যের ধারাপাত,
শূন্যতেই সব মিলে যায়
নির্ভুল,
আঁধারেও শোনা যায় অকুতোভয় গুদামের
সাটারের আওয়াজ,
অঙ্কে অঙ্ক মিলে যায় শূন্যতেই,
কেবল মেলে না সোমালিয়ান মৃত্যুর
ওদের পদশব্দ শুনতে পাই
গভীর কাদায়,
মিছিলের মত র্যালী,
পুরোভাগে ছেয়ে যায় অনন্ত বিয়োগেরা।
Subscribe
Login
0 Comments