শ্রাবণের বাদল ধারা… অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

শ্রাবণের বাদল ধারা
বহে নদী পাগল পারা
অজয় নদীতে এলো প্রবল বান,

এপারে ওপারে গ্রাম,
জল ঝরে অবিশ্রাম,
টুপুর টাপুর সুরে বাদলের গান।

দূরে আকাশের পারে
মেঘেরা হুঙ্কার ছাড়ে
বিজুলি চমকায় ঘন কালো মেঘে,

অজয়ের নদীকূলে
ভয়ঙ্কর ঢেউ তুলে
ধাবিছে অজয় নদী আপন বেগে।

একূল ওকূল ভাঙে,
অকূল নদীর গাঙে
বরষার জলে ফুঁসিছে অজয় নদী,

ঢেউ উঠে নদীজলে,
দ্রুতবেগে ছুটে চলে,
প্লাবনের জলে তটিনী বেগবতী।

নদী বাঁধ ভেঙে যায়,
জল ঢুকে সারা গাঁয়,
ভেসে যায় ধ্বসে পড়ে ঘরবাড়ি,

নীড় হারা পাখি সব,
তুলে আর্ত কলরব,
ধাবিছে অজয় নদী গর্জন ছাড়ি।