নীল ডায়েরির কবিতা-২৫
202 total views
রক্তচিহ্ন আমার পথের হেড লাইনে
বর্ণ-বিবর্ণ চিলেকোঠার কারাগারে
তার সম্মুখে বিদ্বেষ
দ্বিমত বুদ্ধির বৃদ্ধ নখে।
অভিনয় সবই বোধহয় অভিনয়
নতুবা অভিমানী শক্তি নিয়ে আসে
অভেদের জীর্ণ প্রাচীরে।
তাঁরা ভুল করেছিল এখানে এসে
অথবা আস্থা হারিয়েছিল ব্যবচ্ছিন্ন চিত্রে।
কারা যেন বিশ্বাসী শক্তিকে নিয়ে গেল কেড়ে
মানুষকে তাঁরা বোকা বানালো
কিছুটা আলতো সংলাপের নিবেদনে।
আরোগ্য পেয়েছিল জাতি হয়তো আলপিনে
চুপিসারে কারাকক্ষ পেনসিলে আঁকা ছবিতে।
Subscribe
Login
0 Comments