নুনের নামতা
![]()
নুনের চমৎকারিত্ব যারে ফাগুনের মতো রাণী করে তোলে,
একেবারে নুনছাড়া কি করে হবে সে লোভনীয় কেউ?
এমন কি ঘটে কখনো?
-তাকে তো বেজন্মার দায় নিয়ে হতে হবে পুনর্জন্ম!
আবার, অল্প নুনে সে হয়ে পড়ে আলুনে স্বভাবের বেসামাল কেউ…
তাকে তো গা-গলানো কৃত্যের দায়ে
হতে হবে বিমুখতার এক চমৎকার শিকার!
নুনের চমক-বারির ঘনঘটায় একেবারে সাগরজলদশা!
সে তখন রীতিমতো অস্পৃশ্য বনে যায়-
পরিত্যাজ্য বটে!
নুনের এমনই মাত্রাগুণ! বলা যায় সে এক মাত্রাদোষ!
মাত্রাদোষ এ পর্বে যেন রিদম-শরবতে
কেবলই এক ফোঁটা গো-চেনা……
গুরু মিষ্টত্বে কিছুটা নুনের হিসেবি মেশাল জানি-
মিষ্টত্বের লঘুত্ব-প্রাপ্তি ঘটায়…
মিষ্টির রাজদশা নোনতা ক্যাচাল লুকাতে পারে কি?
-নুনের এমনই এক জাদুপনা স্বভাব!
শাস্ত্র বলে- নুন খেয়ে কেউ কখনো নিমকহারাম করে না,
হোক সে যতই পাষন্ড!
নুনের কসম এমনই প্রগাঢ় এক সত্য…
জীবন ও নুনের মিথস্ক্রিয়া এমনই এক ঐন্দ্রজালিক
ফাগুনদশা, যা কেবলই শূন্যতাকে পূর্ণ করে তোলে…
এ যেন জীবনের খাতায় এক নুনের নামতা…
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)