পংক্তি
192 total views
পংক্তি
হাকিকুর রহমান
পংক্তিগুলোকে দিলেম স্বাধীনতা,
যাক উড়ে ওরা নিঃসীম শূন্যে-
উড়ে বেড়াক বাঁধাহীন ভাবে,
যাতে করে কেউ আর ওদেরকে
অযথা বন্দী করতে না পারে,
বলে চলুক ওরা ওদের হৃদয়ের কথা মন খুলে।
আর কোন থামাথামি নেই কোন কারণে,
মত্তচিত্তে আত্মপ্রকাশ ঘটুক সকলের।
বিমূর্ত আকাঙ্খায় রাঙিয়ে দিক,
বহুকাল না চলা পথগুলোকে-
হৃদয়ের মরচেগুলোকে ঘষে ফেলে দিয়ে শানিত করে,
ফের আবার দিলেম পংক্তিগুলোকে ছেড়ে।
এ যেন নতুন করে নিজেকে খুঁজে পাওয়া,
প্রাণের খেয়াতে ভেসে, নিষ্প্রাণ অনুভূতিগুলোর পানে ছুটে যাওয়া।
Subscribe
Login
0 Comments