পঙক্তির ভাংতি নেই
![]()
পঙক্তির ভাংতি নেই
হাকিকুর রহমান
পঙক্তিটা, তার ভাংতি নেই
পদ্য কথার কমতি নেই-
কেউবা খ্যাচে বেদম জোরে
কেউবা হাঁকে বিষম সোরে,
বুদ্ধি বেঁচেই খাচ্ছে সবাই
কেউ কাউকে করছে জবাই-
নিজের লেখার মুরোদ কই
নকল লিখেই ভরছে বই,
সঠিক কিছু লিখলে পরে
পালায় দূরে কেমন ডরে-
গায় মানেনা আপনি মোড়ল
কেউ বোঝেনা কোনটা গরল,
বাড়ির খেয়ে মোষ তাড়ানো
ঘটি বাটি সব হারানো-
চুপ থাকাটাই বুদ্ধি বেশ
গরল পনার হয়কি শেষ?
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)